একটি মোমবাতি দহনের সময় উত্তাপে মোমের কিছু অংশ গলে যায়। কিন্তু ঠান্ডা হলে কঠিন মোম ফিরে পাওয়া যায়। এটি ভৌত পরিবর্তন; কিন্তু অধিকাংশ মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই-অক্সাইড ও জলীয় বাষ্প তৈরি করে। শেষোক্ত বস্তু দুটি মোম ও অক্সিজেন হতে সম্পূর্ণ পৃথক। সুতরাং মোম বাতির দহন রাসায়নিক পরিবর্তন।
