তেজষ্ক্রিয়তার বৈশিষ্ট্য গুলো নিম্নরূপ -
- যে সকল মৌলের পারমাণবিকসংখ্যা ৮২ এর বেশি, সাধারণত সেই সকল পরমাণু তেজষ্ক্রিয় হয়।তবে ৮২ এর থেকে হাল্কা অনেক মৌলেরই কিছু সমস্থানকি তেজষ্ক্রিয়।
- তেজষ্ক্রিয় পদার্থ সাধারণত আলফা, বিটা ও গামা এই তিন ধরনের তেজষ্ক্রিয় রশ্মি বিকিরণ করতে পারে। তবে অনেক ক্ষেত্রেই পজিট্রন, নিউট্রন, নিউট্রিনো ইত্যাদিও নিগর্ত হতে পারে।
- তেজষ্ক্রিয়তা একটি সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা, এর মাধ্যমে নিউক্লিয়াসের ভাঙনের ফলে একটি মৌল আরেকটি নতুন মৌলে রূপান্তরিত হয়।
- তেজষ্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, তাই একে চাপ, তাপ বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্রের ন্যায় বাইরের কোনো সাধারণ ভৌত প্রক্রিয়া দ্বারা এর সক্রিয়তাকে রোধ বা হ্রাস বৃদ্ধি করা যায় না।