দেহকোষ কাকে বলে?
জীবের দেহ গঠনে অংশ গ্রহণকারী কোষকে দেহকোষ বলে। বহুকোষী জীবের দেহগঠনে অংশগ্রহণ করে। মাইটোটিক ও অ্যামাইটোটিক বিভাজনের মাধ্যমে কোষ বিভাজিত হয়। এভাবে দেহের বৃদ্ধি ঘটে। বিভিন্ন তন্ত্র ও অঙ্গ-প্র্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয়।
দেহকোষের বৈশিষ্ট্য
১। দেহ গঠনে দেহকোষ অংশ গ্রহণ করে।
২। মাইটোসিস পদ্ধতিতে দেহকোষ বিভাজিত হয়।
৩। দেহকোষের মধ্যে মিলন ঘটে না।