দাহ্য পদার্থ কাকে বলে?
যেসব পদার্থে সহজেই আগুন ধরে যায় এবং প্রচুর তাপ উৎপন্ন হয়, তাদেরকে দাহ্য পদার্থ বলে। এই পদার্থগুলো নির্দিষ্ট পরিস্থিতিতে বাতাসে জ্বলতে পারে। যে পদার্থটি দাহ্য হবে সেটি পরিবেষ্টিত তাপমাত্রায় সহজেই প্রজ্বলিত হতে পারে। দাহ্য পদার্থগুলো সহজেই শিখাসহ জ্বলতে পারে।
![]() |
দাহ্য পদার্থ |
দাহ্য পদার্থ কি কি?
সাধারণ দাহ্য পদার্থ যেমন: কাঠ, কাগজ, কাপড়, রাবার এবং প্লাস্টিক জাতীয় পদার্থ। দাহ্য ধাতু যেমন: ম্যাগনেসিয়াম, টাইটানিয়াম, জিরকোনিয়াম, সোডিয়াম, লিথিয়াম এবং পটাসিয়াম।
তিন প্রকার দাহ্য পদার্থ কি কি?
দাহ্য গ্যাস, দাহ্য তরল এবং দাহ্য কঠিন পদার্থ।