ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে?
উৎপাদন ক্ষেত্র থেকে শ্রমশক্তি প্রত্যাহার করে নিলেও মোট উৎপাদনের কোনো পরিবর্তন না হলে এরূপ অতিরিক্ত শ্রমিকদের প্রচ্ছন্ন বেকার বা ছদ্মবেশী বেকার বলা হয়।
উৎপাদন বৃদ্ধি অপরিবর্তিত রেখে কৃষিক্ষেত্র হতে অতিরিক্ত শ্রমিক অন্যত্র
সরিয়ে নিলে উৎপাদনের পরিমাণ কমে যায় না, তাকে ছদ্মবেশী বেকার বলে।
যে সকল শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য বা ঋণাত্মক তাদেরকে ছদ্মবেশী বেকারত্ব বলে।
প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বিশিষ্ট লোককে প্রচ্ছন্ন বেকার বা
ছদ্মবেশী বেকার বলে।
প্রচ্ছন্ন বেকারত্ব বা ছদ্মবেশী বেকারত্ব হলো সেই অবস্থা, যেখানে
শ্রমিক আপাতদৃষ্টিতে কাজ করছে বলে মনে হয়, কিন্তু তার প্রান্তিক উৎপাদনশীলতা
শূন্য।
Joan Robinson ছদ্ম বেকারত্বের প্রথম ধারণা দেন। যে শ্রমিকের প্রান্তিক উৎপাদন ক্ষমতা শূন্য অথবা ঋণাত্মক হয়; তাদেরকে ছদ্ম বা প্রচ্ছন্ন বেকার বলা হয়। আপাতদৃষ্টিতে এরা কর্মরত থাকলেও অথবা, উৎপাদনক্ষেত্র থেকে এদের সরিয়ে নেওয়া হলেও দেখা যাবে মোট উৎপাদনের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটেনি। এই ধরনের বেকারত্বকে ছদ্ম বেকারত্ব বা প্রচ্ছন্ন বেকারত্ব বলে।
You may Vist Same type of English Website: Shadow Power 24
বেকারত্বের প্রভাব
বেকারত্ব বাংলাদেশের অন্যতম আর্থ-সামাজিক সমস্যা হিসেবে এর প্রভাব অত্যন্ত ব্যাপক।
- উৎপাদন ক্ষমতা ও জাতীয় উৎপাদন হ্রাস পায়।
- বেকারত্ব দেশের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান ক্রমান্বয়ে হ্রাস করে দিচ্ছে।
- বেকারত্ব কর্মক্ষম মানুষের মধ্যে হতাশা ও ব্যর্থতার জন্ম দিচ্ছে যা সামাজিক সংঘাত ও কলহ সৃষ্টি করে।
- বেকারত্বের অসহনীয় যন্ত্রণা মানুষকে সামাজিক আইন শৃঙ্খলার প্রতি বীতঃশ্রদ্ধ করে তোলে।
- বেকারত্বের ফলে কর্মক্ষম ব্যক্তি সমাজে বৈধ উপায়ে মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়ে ভিক্ষাবৃত্তি, যৌতুক প্রথা, নিরক্ষতা ইত্যাদি সমস্যার অন্যতম কারণ হচ্ছে বেকারত্ব।
- বেকারত্ব দাম্পত্য জীবনে কলহ, বিবাব বিচ্ছেদ, আত্মহত্যা প্রভৃতির পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা সৃষ্টির ক্ষেত্রে মারাত্মক প্রভাব বিস্তার করে।
- নির্ভরশীল জনগোষ্ঠীর হার বৃদ্ধিতে বেকারত্ব সহায়তা করছে।
Post a Comment
Post a Comment