ব্যাকটেরিয়ার টিস্যু থাকে না কেন?

ব্যাকটেরিয়ায় হলো মনেরা রাজ্যের অন্তর্গত জীব। এ রাজ্যের জীবসমূহের বৈশিষ্ট্য হলো এরা এককোষী এবং একটি মাত্র কোষেই এদের সমস্ত জৈবনিক কার্যাবলি গঠিত হয়। অপরদিকে টিস্যু হলো একই গঠনবিশিষ্ট ও একই স্থান থেকে উৎপন্ন একগুচ্ছ কোষ। অর্থাৎ ব্যাকটেরিয়ায় কোষ সংখ্যা একটি হওয়ায় এতে টিস্যু অনুপস্থিত।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment