শ্রেণিবিন্যাস বলতে কি বোঝায়?

সুবিশাল জীব জগতকে বৈজ্ঞানিক উপায়ে জানা, বোঝা এবং শেখার সুবিধার্থে সুষ্ঠভাবে বিন্যাস করা বা সাজানোকেই শ্রেণিবিন্যাস বলা হয়। শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো জীবজগতের ভিন্নতার প্রতি আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। সর্বোপরি জীবজগৎ ও মানব কল্যাণে প্রয়োজনীয় জীবসমূহকে শনাক্ত করে তাদের সংরক্ষণ অথবা প্রজাতিগত সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা নেয়া।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment