ঘূর্ণায়মান বস্তুর ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ঘূর্ণন জড়তা ও কৌণিক বেগের গুণফলকে ঐ অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তুর কৌণিক ভরবেগ বলে।
রৈখিক গতির ক্ষেত্রে আমরা জানি, m ভরের কোন বস্তু v বেগে গতিশীল হলে তার রৈখিক ভরবেগ p=mv । ঘূর্ণনরত কোন কণার ক্ষেত্রে কৌণিক ভরবেগ হচ্ছে রৈখিক ভরবেগের অনুরূপ রাশি। বৃত্তাকার পথে কোন অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কণার রৈখিক ভরবেগের ভ্রামকই হচ্ছে কণাটির কৌণিক ভরবেগ।
সুতরাং বস্তু কণা বৃত্তাকার পথে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকলে তার রৈখিক ভরবেগ ও অক্ষ হতে রৈখিক ভরবেগের ক্রিয়া রেখার লম্ব-দূরত্বের গুণফলকে কৌণিক ভরবেগ বলে।
কৌণিক ভরবেগের এককঃ kgm2s-1
কৌণিক ভরবেগের মাত্রাঃ ML2T-1
Post a Comment
Post a Comment