অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
ভূপৃষ্ঠের সন্নিকটস্থ কোনো স্থানে একটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে ঐ স্থানের অভিকর্ষজ ত্বরণ বলে।
অভিকর্ষজ ত্বরণের একক ও মাত্রা
অভিকর্ষজ ত্বরণ এর এককঃ ms-2
অভিকর্ষজ ত্বরণ এর মাত্রাঃ LT-2
কি কি কারণে অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তন হয়?
অভিকর্ষজ ত্বরণ 'g' কোনো ধ্রুব সংখ্যা নয়। স্থানভেদে এর পরিবর্তন হয়। পৃথিবী যেহেতু সম্পূর্ণ গোলাকার নয়, তাই R এর মানও ধ্রুবক নয়। কিন্তু G ও M ধ্রুবক। কাজেই R এর মান পরিবর্তনের সাথে সাথে g এর মানেরও পরিবর্তন ঘটে। নিম্নোক্ত কারণে g এর মান পরিবর্তিত হতে পারে।
১) পৃথিবীর আকৃতির কারণে
২) ভূ-পৃষ্ঠ হতে উচ্চতার পরিবর্তনের কারণে
৩) পৃথিবীর অভ্যন্তরে অবস্থানের কারণে
৪) পৃথিবীর আহ্নিক গতির কারণে।