কিছু মৌলের যোজ্যতা অবস্থাভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে অর্থাৎ এরা যোজ্যতা প্রদর্শন করে। এরূপ যে মৌলের একাধিক যোজনী থাকে তার যোজনীকে মৌলের পরিবর্তনশীল যোজনী বা যোজ্যতা বলে। যেমন- আয়রনের দুটি যৌগ FeCl2 ও FeCl3 এ আয়রনের যোজনী যথাক্রমে 2 ও 3। তাহলে আয়রন পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে।
পরিবর্তনশীল যোগ্যতা আছে এমন একটা মৌলের নাম
ReplyDeleteআয়রন (Fe)
DeleteCopper (Cu)
Deleteআয়রন
ReplyDeletep (ফসফরাস)
ReplyDeletep (ফসফরাস)
ReplyDelete