স্থির তরঙ্গ কাকে বলে? স্থির তরঙ্গের বৈশিষ্ট্য

স্থির তরঙ্গ কাকে বলে?

কোনো মাধ্যমের একটি সীমিত অংশে সমান বিস্তার ও তরঙ্গদৈর্ঘ্যের দুটি অগ্রগামী তরঙ্গ একই মানের বেগে বিপরীত দিক থেকে অগ্রসর হয়ে একে অপরের ওপর আপতিত হলে যে তরঙ্গের উদ্ভব হয় তাকে স্থির তরঙ্গ বলে।

স্থির তরঙ্গের বৈশিষ্ট্য

১) স্থির তরঙ্গের তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাদ অথবা সঙ্কোচন ও প্রসারণ একযোগে সামনের দিকে অগ্রসর হয় না। মাধ্যমের একটি সীমিত অঞ্চলেই এরা পর্যায়ক্রমে উৎপন্ন ও বিলুপ্ত হয়।

২) পরপর দুটি লুপের কণাগুলোর সরণ বিপরীত দিকে হয়।

৩) পাশাপাশি দুইটি নিঃস্পন্দ বিন্দুর মধ্যবর্তী সব কণাই সমান দশায় থাকে।

৪) নিস্পন্দ বিন্দু ছাড়া অন্য সকল স্থানে কণাগুলো সরল ছন্দিত স্পন্দন গতি লাভ করে।

৫) তরঙ্গের বিভিন্ন বিন্দুতে কম্পনের বিস্তার বিভিন্ন হয়।

৬) সুস্পন্দ বিন্দুর কণার বিস্তার তরঙ্গ সৃষ্টিকারী মূল তরঙ্গস্থিত কণার বিস্তারের দ্বিগুণ।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment