ভ্যানডারওয়ালস বল কাকে বলে?

অপোলার সমযোজী অণুসমূহের আন্তঃআণবিক আকর্ষণ বলকে ভ্যানডার ওয়ালস আকর্ষণ বল বলে।

ডাচ বিজ্ঞানী জে. ভ্যানডারওয়ালস সর্বপ্রথম এক প্রকার বিশেষ ধরনের দুর্বল আন্তঃআনবিক আকর্ষণ বলের অস্তিত্ব প্রমাণ করেন। এই বল অতি ক্ষণস্থায়ী দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ বল, যা সকল প্রকার অণু, পরমাণু ও আয়নের মধ্যে অনুভূত হয় যখন তারা পরস্পরের যথেষ্ট নিকটবর্তী হয়।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

1 comment

  1. পোলার সমযোজী যৌগের অনুসমূহের আকর্ষণ বল কে কি বলে??



    ReplyDelete

Post a Comment