ইমানের প্রথম কথা হলো আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাস। আর আল্লাহর প্রতি বিশ্বাসের মূলকথা হলো তাওহিদ বা আল্লাহর একত্বে বিশ্বাস। ইসলামের সকল বিধান এবং সকল শিক্ষাই তাওহিদে বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। এ কারণে আমরা তাওহিদে বিশ্বাস করবো। আমরা আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় বলে জানবো এবং বিশ্বাস করবো। আর একমাত্র তাঁরই ইবাদত করবো।
Post a Comment
Post a Comment