শব্দস্থিত দুটি সদৃশ বা সমব্যঞ্জনের কোনো একটি যদি পরিবর্তিত হয়ে ভিন্ন ব্যঞ্জনে পরিণত হয়, তবে তাকে বলে বিষমীভবন (Dissimilation)। এই প্রক্রিয়াটি সমীভবনের বিপরীত বলা যায়।
সংক্ষেপে, দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন - শরীর > শরীল, লাল > নাল, মর্মর > মার্বল ইত্যাদি।
Post a Comment
Post a Comment