সরণ কাকে বলে?
- নির্দিষ্ট দিকে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে সরণ বলে।
- নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে।
বস্তুকণার প্রথম ও শেষ অবস্থানের মধ্যে যে সর্বনিম্ন রৈখিক দূরত্ব তা হলো সরণের মান এবং প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে হল সরণের অভিমুখ।
লক্ষণীয় বিষয় হচ্ছে, কোন বস্তু যদি দীর্ঘ পথ অতিক্রম করে তার আদি অবস্থানেই ফিরে আসে সেক্ষেত্রে বস্তুর নীট সরণের মান হবে শূন্য।
সরণ একটি ভেক্টর রাশি।
সরণের এককঃ মিটার (m)।
সরণের মাত্রাঃ L
Post a Comment
Post a Comment