ঘর্ষণ কাকে বলে? ঘর্ষণের প্রকারভেদ এবং সংজ্ঞা

ঘর্ষণ কাকে বলে?

  • একটি বস্তুর যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের ওপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে যা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়, এ বাধাকে ঘর্ষণ বলে।
  • দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে তা হলে বস্তুদ্বয়ের স্পর্শ তলে এই গতির বিরুদ্ধে যে বাধা সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বলে। আর এই বাঁধা জনিত বলকে বলা হয় ঘর্ষণ বল।

ঘর্ষণের প্রকারভেদ

ঘর্ষণ বলকে মোটামুটি চারভাগে ভাগ করা যায়। যথা-

১) স্থিতি ঘর্ষণ (Static Friction)

২) গতীয় ঘর্ষণ (Kinetic Friction)

৩) আবর্ত ঘর্ষণ (Rolling Friction) এবং

৪) প্রবাহী ঘর্ষণ (Fluid Friction)

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment