মুশরিক কাকে বলে?

মুশরিক কাকে বলে?

  • যে ব্যক্তি এক আল্লাহর সাথে কাউকে অংশীদার (শিরক) সাব্যস্ত করে, সেই ব্যক্তিই মুশরিক।
  • যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলে।
  • যিনি বহু ঈশ্বরবাদে বিশ্বাসী, তাকে মুশরিক বলা হয়।

যেহেতু শিরককারীকেই বলা হচ্ছে মুশরিক। কাজেই মুশরিক সম্পর্কে বুঝতে হলে আমাদেরকে অবশ্যই শিরক সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে।

শিরকের সংজ্ঞা

শিরক হল আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসেবে সাব্যস্ত করা বা তার উপাসনা করা। শাব্দিকভাবে এর দ্বারা এক বা একাধিক কোন কিছুকে সৃষ্টিকর্তার অস্তিত্ব ও কর্তৃত্বের অংশীদার সাব্যস্ত করাকে বুঝায়।

এটি তাওহীদের পরিপন্থী একটি বিষয়। ইসলামে শিরক হল একটি অমার্জনীয় অপরাধ।

শিরকের প্রকারভেদ

শিরক প্রধানত তিন প্রকার। যথাঃ

১. আল্লাহর সত্ত্বার সাথে শিরক করা। যেমনঃ আল্লাহর স্ত্রী, পুত্র, কন্যা আছে বলে মনে করা। এরকম শিরক খ্রিষ্টানরা করে থাকে।

২. আল্লাহর গুণাবলিতে শিরক করা। যেমনঃ নবী, রাসূল ও আওলিয়াগণ গায়েব জানেন বলে মনে করা, কারণ গায়েবের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তয়ালাই জানেন। সূফীগণ সাধারণত এই ধরনের শিরক করে থাকে।

৩. আল্লাহর ইবাদতে শিরক করা। যেমনঃ কবর কিংবা মাজারে সিজদা দেওয়া, কোন পীরকে সিজদা দেওয়া। এমনকি! উপাসনার নিয়্যতে কারো সামনে মাথা নত করাও শিরকের অন্তর্ভুক্ত।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

1 comment

  1. খুবই ভালো লিখেছেন। জাযাকাল্লাহ খাইরান

    ReplyDelete

Post a Comment