বায়োমাসকে শক্তির বহুমুখী উৎস হিসেবে বিবেচনা করা হয় কেন?

সৌর শক্তির একটি ক্ষুদ্র অংশ যা সবুজ গাছপালা দ্বারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে বায়োমাসরূপে গাছপালার বিভিন্ন অংশে মজুদ থাকে। বায়োমাস বলতে সেই সব জৈব পদার্থকে বুঝায় যাদেরকে শক্তিতে রূপান্তরিত করা যায়। মানুষসহ অনেক প্রাণি খাদ্য হিসেবে বায়োমাস গ্রহণ করে তাকে শক্তিতে রূপান্তরিত করে জীবনের কর্মকাণ্ড সচল রাখে। যেহেতু বায়োমাসকে বিভিন্ন প্রক্রিয়ায় শক্তিতে রূপান্তরিত করা হয়। কাজেই বায়োমাসকে শক্তির বহুমুখী উৎস হিসেবে বিবেচনা করা হয়।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment