অভিকর্ষ কেন্দ্র বা ভারকেন্দ্র কাকে বলে?

অভিকর্ষ কেন্দ্র বা ভারকেন্দ্র (Centre of Gravity) কাকে বলে?

আমরা জানি, প্রত্যেক বস্তু অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। আবার প্রত্যেকটি কণাই পৃথিবীর কেন্দ্রের দিকে অভিকর্ষীয় বল দ্বারা আকৃষ্ট হয়। পর পর অবস্থিত দুটি কণার দূরত্বের তুলনায় পৃথিবীর কেন্দ্র হতে এদের দূরত্ব অধিক হওয়ায় কণাগুলির উপর পৃথিবীর আকর্ষণ বল পরস্পর সমান্তরাল ও সমমুখী বলে ধরা হয়। এ সমান্তরাল বলের লব্ধি পাওয়া যায়। এ লব্ধি বলই বস্তুর ওজন। এখন বস্তুটিকে ঘুরিয়ে যে কোন অবস্থানে নেয়া হোক না কেন একই লব্ধি পাওয়া যাবে। এ দুটি অবস্থানে বস্তুর ওজন একই বিন্দু 'G' দিয়ে ক্রিয়া করবে।

বস্তু যে কোনো অবস্থানে থাকুক না কেন, লব্ধি একই বিন্দু দিয়ে যাবে।

অতএব, একটি বস্তুকে যে ভাবেই রাখা হোক না কেন, এর ওজন একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ক্রিয়া করে, এ কেন্দ্রকে অভিকর্ষ কেন্দ্র বা ভারকেন্দ্র বলে।

ভরকেন্দ্রের অবস্থান

কোনো বস্তুর ভারকেন্দ্র বস্তুটির ভেতরে অথবা বাইরে থাকতে পারে। যেমন: বৃত্তাকার আংটা, ফাঁপা গোলক প্রভৃতি বস্তুর ভারকেন্দ্র বস্তু বা পদার্থের বাইরে শূন্য স্থানে থাকে।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment