সংরক্ষণ কাকে বলে?

সংরক্ষণ কথাটির আক্ষরিক অর্থ সুরক্ষা বলা যায় । 

বিশেষ কর্মসূচী প্রয়োগের মাধ্যমে সেই জাতি সত্তার বিকাশ সাধন করাই হলো সংরক্ষিত জাতির রক্ষা কবচ। আমরা নির্দিষ্ট জাতি গত সুরক্ষা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে এই সংরক্ষণ শব্দটি আরোপ করে থাকি। যেমন বিলুপ্ত প্রায় প্রাণীদের ক্ষেত্রেও সংরক্ষিত এলাকা বা প্রকল্পের কথা সকলেই জ্ঞাত। 

অর্থাৎ যখন কোনো প্রাণী ,বস্তু বা শ্রেণির অস্তিত্ব সংকট দেখা দেয় তখন তার সুরক্ষার আশু প্রয়োজনেই সংরক্ষণ করা।

বর্তমান প্রেক্ষিতে দেশ তথা সমগ্র জাতির কাছে সংরক্ষণ আর সংরক্ষিত উপমার আরোপিত সংজ্ঞাই বোধহয় আদিবাসী জাতি ও উপজাতির ক্ষেত্রে প্রযোজ্য বলে মনে করা হয় ।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment