অম্ল-ক্ষার টাইট্রেশনে ব্যুরেটের ব্যবহার বিধি

অম্ল-ক্ষার টাইট্রেশনে ব্যুরেটের ব্যবহার বিধি

অম্ল-ক্ষার টাইট্রেশনের পূর্বে ব্যুরেটকে প্রথমেই পরিষ্কার করে নিতে হবে। প্রথমে সাধারণ পানি, তারপর ক্রোমিক এসিড, তারপর পাতিত পানি দ্বারা ধুয়ে নিতে হবে। সবশেষে ব্যুরেটে যে ক্ষারীয় দ্রবণ নেয়া হবে তা দিয়ে রিনজ করে নেয়ার পর ক্ল্যাম্প এর সাথে যুক্ত করতে হবে। এরপর ব্যুরেট এ ক্ষার দ্রবণ নিয়ে সরু নলকে সম্পূর্ণভাবে বায়ু বুদবুদ মুক্ত করতে হবে। 

অতঃপর কনিক্যাল ফ্লাস্কের মধ্যে মধ্যে প্রয়োজন মতো টাইট্রেট (ক্ষার) দ্রবণ ব্যুরেট এর স্টপকক ঘুরিয়ে ফোঁটায় ফোঁটায় যোগ করতে হবে। স্টপকর্ক বা গ্লাস স্টপারকে অবশ্যই বাম হাতে এবং কনিক্যাল ফ্লাস্ককে ডান হাতে নিয়ন্ত্রণ করতে হবে।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment