কলাম প্যাকিং এর সিক্ত পদ্ধতি ব্যাখ্যা কর।
কলাম প্যাকিং এর সিক্ত পদ্ধতিতে অধিশোষকের স্লারি তৈরি করে কলামের মধ্যে প্রবেশ করানো হয়। প্রথমে কাচনলকে খাড়া অবস্থায় একটি ক্লাম্পের সাহায্যে আটকানো হয়। অতঃপর কাচনলের নিচে তুলা বা গ্লাস উল দিয়ে দ্রাবক দ্বারা ভেজানো হয়। পরবর্তীতে অধিশোষণ চূর্ণ যোগ করে দ্রাবক দ্বারা সিক্ত করে স্টপার খুলে অতিরিক্ত দ্রাবক বের করে নেয়া হয়।
Post a Comment
Post a Comment