মনোবিদ্যা কাকে বলে?

মনোবিদ্যা বা মনোবিজ্ঞান কাকে বলে?

মনোবিদদের দেওয়া বিভিন্ন সংজ্ঞার নির্যাস হিসেবে বলা যায় যে, মনোবিজ্ঞান জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ একটি বিজ্ঞান, যা জীবের আচরণের ভিত্তিতে মানসিক প্রতিক্রিয়ার বিশ্লেষণ, শ্রেণিবিভাগ, গতিপ্রকৃতি, নিয়ম, বিষয়, কারণ ও পরিমাণ নির্ণয় ও ব্যাখ্যা করে এবং মানসিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন দেহগত প্রক্রিয়াগুলোকে ব্যাখ্যা করে।

মনোবিদ McDougall বলেন, "Psychology is the positive science of behaviour of living things" অর্থাৎ মনোবিজ্ঞান হলো প্রাণীর আচরণের বিষয়নিষ্ঠ বিজ্ঞান।

মনোবিদ Watson বলেন, "Phychology is the science of behaviour" অর্থাৎ মনোবিজ্ঞান হলো আচরণ সম্পর্কীয় বিজ্ঞান।

মনোবিদ Woodworth বলেন, "Phychology is the science of activities in relation to his environment" অর্থাৎ পারিপার্শ্বিক পরিবেশের প্রেক্ষিতে ক্রিয়াকলাপের বিজ্ঞান হলো মনোবিজ্ঞান।

মনোবিদ্যাকে বিজ্ঞান বলে কেন?

মনোবিদ্যাকে বিজ্ঞান বলা হয় কারণ বিজ্ঞানের শর্তগুলি, যেমন বিস্তৃত জ্ঞান সমষ্টি, নিজস্ব সমস্যা ও তার সমাধানের জন্য গবেষণা, নিজস্ব পদ্ধতি ইত্যাদি সব শর্তই মনোবিজ্ঞানে দেখা যায়।

মনেবিজ্ঞানের কয়েকটি শাখার নাম

সাধারণ মনোবিদ্যা, শিক্ষা-মনোবিদ্যা, অপরাধমূলক মনোবিদ্যা, বিকাশমূলক মনোবিদ্যা, শিশু-মনোবিদ্যা, শিল্প-মনোবিদ্যা ইত্যাদি।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment