ব্যবসায়ের নৈতিকতা কাকে বলে?

ব্যবসায়ের ক্ষেত্রে ভালোকে গ্রহণ এবং মন্দকে বর্জন করে চলাই হলো ব্যবসায় নৈতিকতা। নীতি বা আদর্শ মেনে (করণীয় ও বর্জনীয়) ব্যবসায় পরিচালনা করা অপরিহার্য। নৈতিক আচরণবিধি অনুসরণবিধি অনুসরণের মাধ্যমেই একজন ব্যবসায়ী ন্যায়-অন্যায়, সত্য-অসত্য প্রভৃতি বিষয় বুঝতে পারেন। সঠিক মাপে পণ্য দেওয়া, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, পণ্যের গুণগতমান ঠিক রাখা, ক্রেতাদের সাথে ভালো আচরণ করা প্রভৃতি বিষয় ব্যবসায় নৈতিকতার আওতায় পড়ে।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment