তরঙ্গ সৃষ্টিতে দায়ী মাধ্যমের কণাসমূহের কম্পন নিউটনের গতিসূত্র মেনে চলে কণাসমূহে প্রত্যয়নী বল এবং ত্বরণ এর অস্তিত্ব থাকায় এরা গতির দ্বিতীয় সূত্র মেনে চলে। গতি জড়তার দরুন কণাগুলো সাম্যাবস্থানে না থেমে আরও দূরত্ব অতিক্রম করে।
সুতরাং এরা গতির প্রথম সূত্রও মেনে চলে।
Post a Comment
Post a Comment