এনটিটি হচ্ছে সত্তা যা দিয়ে অবজেক্টকে চিহ্নিত করা হয়। কোন ডেটা টেবিলকে চিহ্নিত করার জন্য টেবিলের যে নাম দেওয়া হয় তাই হচ্ছে এনটিটি। যা বাস্তব বা অবাস্তব আদর্শ শ্রেণিকরণের জন্য প্রয়োজনীয় প্রধান একক।
কোন ডেটাবেজের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্ত রেকর্ড ব্যবহার করা হয় তাকে এনটিটি বলে। যেমনঃ একজন ছাত্রের নাম, রোল, ঠিকানা, বয়স ইত্যাদির সমন্বয়ে তৈরি হয় এটিটি।
Post a Comment
Post a Comment