উৎপাদনের কাম্য মাত্রার সুবিধা

উৎপাদনের কাম্য মাত্রার নির্ধারণপূর্বক সেই পর্যায়ে উৎপাদন নিয়ে যেতে পারলে নিঃসন্দেহে তা একটা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে লাভজনক হয়ে থাকে। এই মাত্রা থেকে যেসকল সুবিধা অর্জন করা যায় তা নিম্নরূপঃ

১) প্রতি একক উৎপাদন ব্যয় সর্বনিম্ন হওয়ায় মুনাফার পরিমাণ সর্বাধিক হয়।

২) এরূপ মাত্রায় ব্যয় সর্বনিম্ন হওয়ায় বাজারে প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি পায়।

৩) প্রতিষ্ঠানের সকল উপকরণের কার্যকর ব্যবহার নিশ্চিত হয়।

৪) ব্যবস্থাপকীয় দক্ষতার প্রকাশ পায়।

৫) মুনাফা সর্বাধিক হওয়ায় প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মীদের অধিক সুযোগ-সুবিধা দেয়া সম্ভব হয়।

৬) গ্রাহক, মধ্যস্থ ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের জন্য বিশেষ ছাড় বা সুবিধার ব্যবস্থা করা যায় ইত্যাদি।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment