আইনসভার নির্বাচন সংক্রান্ত কাজ ও বিচারসংক্রান্ত কাজের বর্ণনা দাও।

আইনসভার নির্বাচনসংক্রান্ত কাজ ও বিচারসংক্রান্ত কাজ হলো -

নির্বাচনসংক্রান্ত কাজঃ আইনসভার হাতে নির্বাচনসংক্রান্ত ক্ষমতা আছে। বাংলাদেশ ও ভারতের আইনসভা রাষ্ট্রপতি নির্বাচন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো সমস্যার সৃষ্টি হলে আইনসভা তার সমাধান করতে পারে।

বিচারসংক্রান্ত কাজঃ আইনসভার হাতে কিছুটা বিচারিক ক্ষমতাও আছে। আইনসভার সদস্যদের অসদাচরণের জন্য আইনসভা সদস্যদের সদস্যপদও বাতিল করতে পারে। ১৯৭৮ সালে ভারতের লোকসভা সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বিচার করে শাস্তি প্রদান করে নির্বাচনসংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করে থাকে। বিচার করে পদস্থ কর্মচারী, বিচারপতি কিংবা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে আইনসভা।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment