যৌগমূলক ও তাদের যৌজনী (Radicals and Their Valencies)

একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধানবিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এ ধরনের পরমাণুগুচ্ছকে যৌগমূলক বলা হয়।

যৌগমূলক ধনাত্মক কিংবা ঋণাত্মক আধানবিশিষ্ট হতে পারে। এদের আধান সংখ্যাই মূলত এদের যৌজনী নির্দেশ করে। যেমনঃ একটি N পরমাণুর সাথে তিনটি H পরমাণু ও একটি H+ যুক্ত হয়ে অ্যামোনিয়াম (NH4+) আয়ন নামক যৌগমূলকের সৃষ্টি করে। এর আধান সংখ্যা হলো +1 (এক)। 

সুতরাং এর যোজনীও 1 (এক)। আধান বা চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কিন্তু যোজনী শুধু একটি সংখ্যা এর কোনো ধনাত্মক চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন নেই।

বিভিন্ন যৌগমূলকের নাম, সংকেত, আধান ও যোজনী

যৌগমূলকের নাম সংকেত আধান যৌজনী
অ্যামোনিয়া NH4+ +1 1
 কার্বনেট CO32- -2 2
হাইড্রোজেন কার্বনেট HCO3- -1 1
সালফেট SO42- -2 2
হাইড্রোজেন সালফেট HSO4- -1 1
সালফাইট SO32- -2 2
নাইট্রেট NO3- -1 1
নাইট্রাইট NO2- -1 1
ফসফেট PO43- -3 3
হাইড্রোক্সাইড OH- -1 1
ফসফোনিয়াম PH4+ +1 1
Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment