ব্রিজ কাকে বলে? ব্রিজের প্রকারভেদ

ব্রিজ কাকে বলে?

একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ধরনের ডিভাইসকে ব্রিজ বলে।

ব্রিজের প্রকারভেদ

ব্রিজ তিন ধরনের। যথা- 

১. লোকাল ব্রিজ

২. রিমোট ব্রিজ

৩. ওয়্যারলেস ব্রিজ

১. লোকাল ব্রিজঃ এটি সরাসরি LAN (Local Area Network) এর সাথে সংযুক্ত থাকে।

২. রিমোট ব্রিজঃ দুটি LAN এর মধ্যে WAN (Wide Area Network) তৈরি করার ক্ষেত্রে এ ব্রিজ ব্যবহৃত হয়।

৩. ওয়্যারলেস ব্রিজঃ একাধিক LAN কে সংযুক্ত করতে অথবা LAN এর দূরবর্তী স্টেশনকে সংযুক্ত করার ক্ষেত্রে ওয়্যারলেস ব্রিজ ব্যবহৃত হয়।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment