যে সকল অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাদের স্বরান্ত অক্ষর বলে। এই অক্ষর উচ্চারণ করতে গেলে মুখ প্রসারিত হয় বা খুলে যায়, তাই এদের বিবৃত অক্ষরও বলা হয়ে থাকে। যেমনঃ 'বিন্দু' শব্দটি বিশ্লেষণ করলে দুটি অক্ষর পাওয়া যায়। এখানে, 'বিন্' ও 'দু' (দ+উ) অক্ষরটি স্বরান্ত অক্ষর।
Post a Comment
Post a Comment