অষ্টক কাকে বলে?

উপসূরের কম্পাঙ্ক মূল সুরের দ্বিগুণ হলে তাকে অষ্টক বলে। কোনো একটি সুরের কম্পাঙ্ক যদি অপর একটি সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয় তাহলে প্রথমটির কম্পাঙ্ককে দ্বিতীয়টির এক অষ্টক উপরে বলা হয়। বিপরীতক্রমে দ্বিতীয়টির কম্পাঙ্ককে প্রথমটির এক অষ্টক নিচে বলা হয়।

কোনো একটি অষ্টকের অন্তর্গত আটটি সমসঙ্গতিপূর্ণ সুরকে সুরাষ্টক বলে। যেমন, 256 Hz এর এক অষ্টক উপরে 512 Hz.

সঙ্গীতে দুটি সুরের মধ্যে পার্থক্য আমাদের কানে কম্পাঙ্কের এই অনুপাতের জন্যই ধরা পড়ে।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment