নতি কোণের যে সর্বোচ্চ মানে নত তলের ওপর রাখা কোনো বস্তু নিজের ওজনের ক্রিয়ায় নিচের দিকে গতিশীল হবার উপক্রম হয় তাকে স্থিতি কোণ বা নিশ্চল কোণ বলে।
তথ্যঃ
১) স্থিতি কোণ ও ঘর্ষণ কোণ পরস্পর সমান হলেও উভয়ে এক জিনিস নয়।
২) স্থিতি কোণ কেবল মাত্র নত তলের বেলায় প্রযোজ্য।
৩) ঘর্ষণ কোণ নত তল এবং সমতল উভয় ক্ষেত্রে প্রযোজ্য।
Post a Comment
Post a Comment