স্থিতি জড়তা কাকে বলে? গতি জড়তা কাকে বলে?

স্থিতি জড়তা কাকে বলে?

স্থির বস্তুর সর্বদা স্থির থাকার প্রবণতাকে স্থিতি জড়তা বলে।

উদাহরণঃ ক্যারাম বোর্ডের দুটি গুটি পরপর উপরে সাজিয়ে রেখে স্ট্রাইকার দ্বারা নিচের গুটিতে আঘাত করলে নিচের গুটিটি সরে যায় কিন্তু স্থিতি জড়তার কারণে উপরের গুটিটি নিজ স্থানে থাকে এবং নিচের গুটির স্থান দখল করে।

গতি জড়তা কাকে বলে?

যে ধর্মের কারণে গতিশীল বস্তু গতিশীল অবস্থাতেই থাকতে চায়, তাকে গতি জড়তা বলে।

উদাহরণঃ ধাবমান ঘোড়ার পিঠ থেকে কোনো ক্রীড়াবিদ উপরদিকে লাফ দিয়ে পুনরায় ঘোড়ার পিঠে ফিরে আসে। গতি জড়তার কারণে ক্রীড়াবিদ ঘোড়ার গতিতেই থাকে ফলে ক্রীড়াবিদ পুনরায় ঘোড়ার পিঠে ফিরে আসে।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment