কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে তাকে বিকৃত করলে যদি বল অপসারণের পর বস্তুটি ঐ বিৃকত অবস্থা পুরোপুরি বজায় রাখে তাহলে বস্তুটিকে পূর্ণ নমনীয় বস্তু বলে।
কোনো বস্তুই সম্পূর্ণ নমনীয় নয়। আটার দলা, মাটির দলা, প্লাস্টিক ইত্যাদিকে নমনীয় বস্তু হিসেবে ধরা হয়। নমনীয় বস্তুকে অস্থিতিস্থাপক বস্তুও বলা হয়।
Post a Comment
Post a Comment