ডাইপোল-ডাইপোল আকর্ষণ বল কাকে বলে?

হাইড্রোজেন বন্ধন ডাইপোল-ডাইপোল আকর্ষণের অন্যতম উদারহণ। যে সমস্ত যৌগে স্থায়ী ডাইপোল মোমেন্ট বিদ্যমান তাদের মধ্যে এ প্রকার আকর্ষণের উৎপত্তি হয়। পোলার সমযোজী যৌগ HCl, NH3, H2O প্রভৃতি এ জাতীয় যৌগ। যখন একটি HCl অণু অন্যটির দিকে অগ্রসর হয়, তখন উভয় ডাইপোলের মধ্যে এমনভাবে ক্রিয়া হয় যাতে এক অণুর ধনাত্মক প্রান্ত (δ) অন্য অণুর ঋণাত্মক প্রান্ত (δ) এর দিকে থাকে। এ অবস্থায় উভয় অণু সর্বাধিক স্থির বিদ্যুৎ আকর্ষণ বল অনুভব করবে। এটিই ডাইপোল-ডাইপোল আকর্ষণ।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment