অগ্রগামী তরঙ্গ ও স্থির তরঙ্গ এর মধ্যে পার্থক্য

অগ্রগামী তরঙ্গ ও স্থির তরঙ্গ এর মধ্যে পার্থক্য নিম্নরূপ -

নং অগ্রগামী তরঙ্গ স্থির তরঙ্গ
 ১ মাধ্যমের সকল কণাই পর্যাবৃত্ত গতি লাভ করে। মাধ্যমের স্থির বিন্দুগুলো ছাড়া সকল কণাই পর্যাবৃত্ত গতি লাভ করে।
 ২ প্রত্যেক কণার বিস্তার সমান। কিন্তু একটি নির্দিষ্ট সময়ে এদের সমান সরণ হয় না। কণাগুলোর পর্যায়কাল সমান হলেও বিস্তার সমান নয়।
 ৩ তরঙ্গের অভিমুখে এক কণার কম্পন পরবর্তী কণায় স্থানান্তরিত হয়, ফলে তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে নির্দিষ্ট বেগে অগ্রসর হয়। মাধ্যমের মধ্যে তরঙ্গগুলো স্থিরভাবে অবস্থান করে এবং সমান দূরত্বে কতগুলো স্থানে এদের সংকোচন ও প্রসারণ একবার দৃশ্য ও আর একবার অদৃশ্য হয়।
 ৪ মাধ্যমের সকল কণা একই গতি ও বিস্তারে কম্পিত হয়। মাধ্যমের সকল কণা একই গতি ও বিস্তারে কম্পিত হয় না।
 ৫ মাধ্যমের কণাগুলোর দশা এক কণা থেকে অন্য কণায় সঞ্চালিত হয়। পাশাপাশি দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী সকল কণা একই দশায় থাকে কিন্তু বিস্তার বিভিন্ন।
 ৬ মাধ্যমের কণাগুলো কখনো স্থির অবস্থা প্রাপ্ত হয় না। প্রত্যেক পূর্ণ কম্পনে কণাগুলো দু'বার স্থির অবস্থায় আসে।
Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment