তবলা কাঠের বা মাটির তৈরি একমুখ খোলা একটা ফাঁকা পাত্র। খোলামুখ ট্যানিং করা চামড়া দ্বারা বন্ধ থাকে। তাই তবলার চামড়া পর্দায় আঘাত করলে সুমধুর সুর উৎপন্ন হয়। কারণ তাতে কম্পাঙ্কের মানও বেশি থাকে। অপরদিকে দেয়ালে আঘাত করলে তাতে কম্পাঙ্কের মান অনেক কম হয়।
ফলে এতে ততটা জোরালো শব্দ সৃষ্টি হয় না।
Post a Comment
Post a Comment