চাহিদা কাকে বলে?

চাহিদা কাকে বলে?

কোনো পণ্য পাওয়ার আকাঙ্ক্ষা, উক্ত পণ্য ক্রয় করার জন্য প্রয়োজনীয় অর্থ এবং উক্ত অর্থ ব্যয় করার ইচ্ছা বা ক্ষমতাকে চাহিদা বলে। 

চাহিদা সম্পর্কে Philip Kotler এবং Kevin Keller বলেন, "Demands are wants for specific products backed by an ability to pay".

অর্থাৎ কোনো বিশেষ পণ্য পাওয়ার আকাঙ্ক্ষা ক্রয়ক্ষমতার দ্বারা সমর্থিত হলে তাকে চাহিদা বলে। কোন অভাবকে নিম্নোক্ত তিনটি শর্তপূরণ সাপেক্ষে চাহিদা বলা যাবেঃ

১) উক্ত অর্থ ব্যয়ের মানসিকতা

২) কোন পণ্য পাওয়ার ইচ্ছা

৩) উক্ত পণ্য ক্রয়ের আর্থিক সামর্থ্য

কোনো একটি পণ্য থেকে বিভিন্ন ক্রেতারা বিভিন্ন সুবিধা পেতে চায়। যেমন - গাড়ি কিনতে গিয়ে কোনো গ্রাহক কম জ্বালানি, কেউ বিলাসবহুল, কেউ বহনক্ষমতা আবার কেউ মর্যাদার প্রতীক ইত্যাদি বিষয় মূল্যায়ন করে থাকে। 

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment