নির্দেশমূলক অর্থব্যবস্থায় স্বায়ংক্রিয় দামব্যবস্থার গুরুত্ব নেই কেন?

নির্দেশমূলক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থার গুরুত্ব নেই। কারণ সেখানে দেশের কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কোনো দ্রব্য বা সেবার দাম নির্ধারিত হয়।

চাহিদা ও যোগানের ঘাত-প্রতিঘাতে দাম নির্ধারিত হওয়াকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। কিন্তু নির্দেশমূলক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থা অনুপস্থিত। কারণ সেখানে 'আরোপিত দাম' অর্থাৎ যা কিনা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ নির্ধারণ করে। এ জন্যই নির্দেশমূলক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থার গুরুত্ব নেই।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment