অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন?

অর্থনীতিতে সকল অভাব এক সাথে পূরণ করা সম্ভব হয় না কারণ অসীম অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ অপ্রতুল।

সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত সমাজের প্রতিটি মানুষ অভাবের সাথে সংগ্রাম করে আসছে। একটি অভাব পূরণ হলে নতুন আর একটি অভাব নতুনরূপে দেখা দেয়। মানুষ সম্পদের সাহায্যে তার অভাব পূরণ করে। 

কিন্তু অসীম অভাব পূরণের জন্য প্রাপ্ত সম্পদের পরিমাণ সীমিত। সীমিত এ সম্পদ নিয়ে মানুষ তার এরকম অসংখ্য অভাবের সামান্যই মেটাতে পারে।

এ জন্য মানুষের পক্ষে সব অভাব এক সাথে পূরণ করা সম্ভব হয় না।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment