কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য

কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য

কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য নিম্নরূপ -

নং কম্পাইলার ইন্টারপ্রেটার
 ১ কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে। ইন্টারপ্রেটার এক লাইন পড়ে ও অনুবাদ করে।
 ২ এটি প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে। এটি প্রতিটি লাইনের ভুল প্রদর্শন করে অনুবাদ কাজ বন্ধ করে দেয়।
 ৩ এটি ডিবাগিং ও টেস্টিং এর ক্ষেত্রে ধীর গতিসম্পন্ন। ইহা ডিবাগিং ও টেস্টিং এর ক্ষেত্রে দ্রুত গতি সম্পন্ন।
 ৪ এটি একবার কম্পাইল করা হলে পরবর্তীতে কম্পাইল করার প্রয়োজন পড়ে না। এটি প্রতিবার কাজের পূর্বে পুনঃরূপান্তরের প্রয়োজন পড়ে।
 ৫ বড় ধরনের কম্পিউটারে একে বেশি ব্যবহার করা হয়ে থাকে। মাইক্রোকম্পিউটার ও পকেট কম্পিউটারে অধিক ব্যবহার হয়ে থাকে।
 ৬ এতে প্রোগ্রামটি সাধারণত বড় হয়ে থাকে এবং প্রধান মেমোরিতে বেশি জায়গার প্রয়োজন হয়। এতে প্রোগ্রামটি সাধারণত ছোট হয়ে  থাকে এবং প্রধান মেমোরিতে কম জায়গার প্রয়োজন হয়।
 ৭ এতে প্রোগ্রাম নির্বাহের জন্য কম সময় প্রয়োজন। এতে প্রোগ্রাম নির্বাহের জন্য বেশি সময় প্রয়োজন।
Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment