গুরুমন্ডল কাকে বলে? গুরুমন্ডল এর প্রকারভেদ

কেন্দ্রমন্ডলের বহিঃভাগ থেকে ভূ-ত্বকের নিম্নস্তর পর্যন্তপ্রায় ৭০০-২৯০০ কিলোমিটার বিস্তৃত স্তরকে গুরুমন্ডল বলে। এটি মূলত ব্যাসল্ট, শিলা, সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ দ্বারা গঠিত। তবে সিলিকা ও ম্যাগনেসিয়াম উপাদানের আধিক্যের কারণে এটি সিমা (Sima) নামে পরিচিত। 

গুরুমন্ডলের ১০০ কিলোমিটার গভীরতায় তাপমাত্রা আনুমানিক ১১০০°-১২০০° সেলসিয়াস। বহিঃকেন্দ্রমন্ডলের সীমানায় এ তাপমাত্রা ৩০০০° সেলসিয়াসের কাছাকাছি। 

গুরুমন্ডল এর প্রকারভেদ

গুরুমন্ডল দুই ভাগে বিভক্ত। যথাঃ

১) ঊর্ধ্ব গুরুমন্ডল যা ৭০০ কিলোমিটার পর্যন্তবিস্তৃত। লোহা ও ম্যাগনিসিয়াম দ্বারা গঠিত। 

২) নিম্ন গুরুমন্ডল যা প্রধানত আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ও

সিলিকন ডাই-অক্সাইড দ্বারা গঠিত। এটি ৭০০ কি.মি হতে ২,৯০০ কি.মি

পর্যন্তবিস্তৃত। 

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment