আয় সিদ্ধান্ত বলতে কী বোঝায়?
আয় সিদ্ধান্তের অপর নাম অর্থায়ন সিদ্ধান্ত।
অর্থায়ন সিদ্ধান্ত বলতে মূলত একটি কোম্পানির মূলধন তহবিল সংগ্রহ করার সিদ্ধান্তকে বোঝায়। এর আওতায় তহবিল সংগ্রহের জন্য ভিন্ন ভিন্ন উৎস নির্বাচন করা হয়। উক্ত উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়।
আয় সিদ্ধান্ত ও ব্যয় সিদ্ধান্তের মধ্যে পার্থক্য
আয় সিদ্ধান্ত ও ব্যয় সিদ্ধান্তের মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলোঃ
পার্থক্যের বিষয় | আয় সিদ্ধান্ত | ব্যয় সিদ্ধান্ত |
সংজ্ঞা | একটি প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের সিদ্ধান্তকে আয় সিদ্ধান্ত বলে। | প্রতিষ্ঠানের সংগৃহীত তহবিল কোন খাতে ব্যয় করা হবে সে সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণই হলো বিনিয়োগ সিদ্ধান্ত। |
অপর নাম | আয় সিদ্ধান্তের অপর নাম অর্থায়ন সিদ্ধান্ত। | ব্যয় সিদ্ধান্তের অপর নাম বিনিয়োগ সিদ্ধান্ত। |
Post a Comment
Post a Comment