বাস্তব বা অনাদর্শ গ্যাস কাকে বলে?

বাস্তব গ্যাস কাকে বলে?

বাস্তবে যে সব গ্যাস পাওয়া যায়, তাদেরকে বাস্তব গ্যাস বলা হয়। বাস্তব গ্যাসসমূহ সকল তাপমাত্রা ও চাপে PV = nRT সমীকরণ মেনে চলে না। বাস্তব গ্যাসকে অনাদর্শ গ্যাসও বলা হয়। যেমন: H2, O2, N2 প্রভৃতি।

বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য

১. বাস্তব গ্যাসগুলো পুরোপুরিভাবে PV = nRT সমীকরণ মেনে চলে না।

২. নিম্নচাপে যেমন 1 atm চাপ বা তার নিচে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসসমূহ মোটামুটি আদর্শ আচরণ করে।

৩. চাপ যতই নিম্ন এবং তাপমাত্রা যতই উচ্চ হয়। বাস্তব গ্যাস সমূহের আচরণ ততই আদর্শ গ্যাসের ন্যায় হয়। কিন্তু উচ্চ চাপ এবং নিম্নতাপমাত্রায় আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসসমূহের যথেষ্ট বিচ্যুতি ঘটে।

৪. বাস্তব গ্যাসসমূহের জন্য প্রযোজ্য হলো ভ্যান্ডারওয়ালস সমীকরণ যেমন: (P+n2a/V2) (V-nb) = nRT

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment