কম্পিউটার সিকিউরিটির প্রকারভেদ

কম্পিউটার সিকিউরিটি তিন ধরনের হয়ে থাকে। যথাঃ

১. হার্ডওয়্যার সিকিউরিটি, ২. সফটওয়্যার সিকিউরিটি এবং ৩. নেটওয়ার্ক সিকিউরিটি।

হার্ডওয়্যার সিকিউরিটি: এ সিকিউরিটি এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যেখানে কম্পিউটার হার্ডওয়্যার অর্থাৎ কম্পিউটারকে নিরাপত্তা প্রদান করা হয়। PC-Locks, Keyboard Locks, Smart Card, Biometrics Device ইত্যাদির মাধ্যমে হার্ডওয়্যার নিরাপত্তা প্রদান করা হয়।

সফটওয়্যার সিকিউরিটি: এ সিকিউরিটি এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যেখানে সফটওয়্যার এবং ডেটা ফাইলকে নিরাপত্তা প্রদান করা হয়। স্বয়ংক্রিয় কোড, সিরিয়াল নাম্বার ইত্যাদির মাধ্যমে সফটওয়্যার এবং ফাইল পাসওয়ার্ডের মাধ্যমে কম্পিউটারের ডেটা ফাইলের সিকিউরিটি প্রদান করা হয়।

নেটওয়ার্ক সিকিউরিটি: এ সিকিউরিটি এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যেখানে নেটওয়ার্কের মাধ্যমে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটাকে নিরাপত্তা প্রদান করা হয়। ফায়ারওয়াল, ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্ক সিকিউরিটি প্রদান করা হয়।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment