সর্টিং কাকে বলে? সুবিধা ও অসুবিধা

সটিং কাকে বলে?

Sorting হলো সাজানো। ডেটাবেজের ডেটাকে ঊর্ধ্বক্রম (Ascending Order) এবং নিম্নক্রম বা অধঃক্রম (Descending Order) এ সাজানোকে সটিং (Sorting) বলে। একটি টেবিলে অনেকগুলো নাম থাকতে পারে। যদি টেবিলে নামগুলো সাজানো থাকে তাহলে যেকোনো নাম সহজেই সটিং করে খুঁজে বের করা যায়। ডেটা টেবিল সটিং করে Ascending বা Descending অর্ডারে সাজানো যায়। এক বা একাধিক ফিল্ডের উপর ভিত্তি করে সটিং করা যায়।

নিম্নলিখিত বিষয়গুলোর উপর সটিং এর দক্ষতা নির্ভর করে। যথা:

  • রেকর্ডগুলোর কী ফিল্ডের কার্যক্রমের উপর।
  • একাধিক ফিল্ডের উপর।
  • নির্দিষ্ট বর্ণ বা সংখ্যাক্রমের উপর।

সটিং এর সুবিধা

  • সটিং এর ফলে নতুন একটি সাজানো ফাইল তৈরি হয়।
  • নির্দিষ্ট ফিল্ড অনুযায়ী সাজানো যায়।

সটিং এর অসুবিধা

  • বেশি মেমোরি দখল করে।
  • ধীরগতি সম্পন্ন হয়।
  • সটিং করা ফাইল আপডেট হয় না।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment