সরকারি বাজার কাকে বলে?

বিভিন্ন দেশের সরকারি বাজারগুলো ছোট-বড় সব প্রতিষ্ঠানের জন্য বিপুল সুবিধা প্রদান করে থাকে। অধিকাংশ দেশে সরকারি প্রতিষ্ঠানই হচ্ছে সে দেশের পণ্য বা সেবার সর্ববৃহৎ ক্রেতা। সরকারি এবং ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্রয় ব্যবস্থা প্রায় একই রকম। কিন্তু কিছু ক্ষেত্রে সাদৃশ্য থাকলে তাদের মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে। তাই যেসব প্রতিষ্ঠান সরকারের কাছে পণ্য বা সেবা বিক্রি করতে আগ্রহী, তাদের অবশ্যই এসব বৈশিষ্ট্য সম্পর্কে পূর্বধারণা রাখতে হবে। সরকারি বাজারে সাফল্য পেতে হলে বিক্রেতাকে অবশ্যই মূল সিদ্ধান্ত গ্রহণকারীদের অবস্থা পর্যবেক্ষণ এবং ক্রয় আচরণ ও ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়ার প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলো নির্ণয় করতে হবে।

Kotler & Armstrong-এর মতে, "যেসব সরকারি রাজ্য, শহর, আঞ্চলিক সংস্থাগুলো সরকারের প্রধান কার্যাবলি পরিচালনার জন্য পণ্য বা সেবা ক্রয় করে বা ভাড়া নেয়, তাদেরকে সরকারি বাজার বলে।"

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment