বাজার বিভক্তিকরণ বলতে কী বুঝায়?

সমকালীন বিপণন ক্ষেত্রকে যেসব চিন্তাধারা সমৃদ্ধিশালী করেছে, বাজার বিভক্তিকরণ সেসব চিন্তাধারা ও কর্ম প্রচেষ্টার অন্যতম। পণ্যের বাজারে নানা ধরনের ভোক্তার সমাহার যেমন: কারো কারো আয় বেশি, কেউ বয়সে তরুণ, কেউবা বৃদ্ধ, কেউবা পুরনো ফ্যাশন পছন্দ করে, আবার কেউ নতুন ফ্যাশনের প্রতি উৎসাহিত হয়। এভাবে ভোক্তাদের চাহিদা, বৈশিষ্ট্য বা আচরণগত পার্থক্যগুলো পণ্যে ক্রয়ে প্রভাব বিস্তার করে। এ বৈশিষ্ট্যগুলোকে অসম জাতীয় বৈশিষ্ট্য বলে। বৃহত্তর বিক্রয় ও বাজার সুবিধা লাভের জন্য অসম জাতীয় এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো পণ্যের সমগ্র বাজারকে কতিপয় শ্রেণী বা উপবাজারে বিভক্ত করার প্রক্রিয়াকে বাজার বিভক্তিকরণ বলে। অসম জাতীয় বৈশিষ্ট্যভিত্তিক শ্রেণী বিভক্তির ফলে একই বয়স বা একই ধরনের আয় কিংবা একই প্রকৃতির ক্রয় অভ্যাস ও চাহিদা অনুসারে পৃথক পণ্যের  বাজার সৃষ্টি হয়।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment