যেসব কঠিন রাসায়নিক দ্রব্যকে উন্মুক্ত বায়ুতে রেখে দিলে বায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করে প্রথমে সিক্ত এবং পরে তরল দ্রবণে পরিণত হয় তাদেরকে পানিগ্রাসী পদার্থ (Deliquescent Substance) বলা হয়। যেমন: অনার্দ্র CaCl2, অনার্দ্র MgCl2, অনার্দ্র ZnCl2 ইত্যাদি পানি গ্রাসী পদার্থ। পানি শোষণ করে অনার্দ্র CaCl2, আর্দ্র CaCl2·6H2O; অনার্দ্র MgCl2 আর্দ্র MgCl2·6H2O ও অনার্দ্র ZnCl2 আর্দ্র ZnCl2·H2O তে পরিণত হয়। পরে তরল দ্রবণে পরিণত হয়। বর্ষাকালে খাদ্য লবণ (NaCl) প্রথমে সিক্ত খাদ্য লবণ ও পরে তরল দ্রবণে পরিণত হলেও NaCl পানিগ্রাসী পদার্থ নয়। খাদ্য লবণের মধ্যে ভেজাল হিসেবে সামান্য পরিমাণ পানিগ্রাসী পদার্থ CaCl2 ও MgCl2 উপস্থিত থাকে বলে বর্ষাকালে খাদ্য লবণ গলে যায়।
Post a Comment
Post a Comment